01626370901

   satkaniacec@gmail.com

Satkania Community E-Center

সাতকানিয়া কমিউনিটি ই সেন্টার

আমাদের সম্পর্কে

স্বাগতম সাতকানিয়া কমিউনিটি ই সেন্টার

সাতকানিয়া কমিউনিটি ই সেন্টার চট্টগ্রাম জেলার একমাত্র, দেশের ৩০টি কমিউনিটি ই সেন্টারের মধ্যে একটি ও বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের ১১০টি কমিউনিটি ই সেন্টারের মধ্যে একটি। ৬/০৪/২০১৪ খ্রি: তারিখ এটি উদ্বোধন করেন তৎকালিন চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব আবদুল মন্নান স্যার।…

MORE...

বক্তব্য

ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা নির্বাহী অফিসার


সাতকানিয়া উপজেলার সকল স্তরের মানুষকে ডিজিটাল সেবা পৌছে দেয়ার প্রত্যয়ে ০৬ এপ্রিল, ২০১৪ খ্রি: তারিখে সাতকানিয়া উপজেলা প্রশাসনের তত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সাতকানিয়া কমিউনিটি ই সেন্টার (সাতকানিয়া উপজেলা ডিজিটাল সেন্টার)। এই প্রতিষ্ঠানটি সাতকানিয়া উপজেলায় আইটি শিক্ষা প্রসার, সল্প খরচে আইটি সেবা প্রদান ও সাতকানিয়া উপজেলাকে দেশের প্রথম ডিজিটাল উপজেলায় রুপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমার জানামতে সাতকানিয়া কমিউনিটি ই সেন্টার দেশের সর্বোচ্চ সেবা প্রদানকারী ডিজিটাল সেন্টার।

মো: বেলাল হোসেন , উদ্যোক্তা, সাতকানিয়া কমিউনিটি ই সেন্টার


আমরা ২ জন উদ্যোক্তা, ১ জন প্রোগ্রামার, ২ জন ট্রেইনার ও ৩ জন অপারেটর মিলে সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যাতে সাতকানিয়া উপজেলার ছাত্র/ছাত্রী ও সাধারণ মানুষকে স্বল্প সময়ে আইসিটি সেবা প্রদান করতে পারি। এটি চট্টগ্রাম জেলার একমাত্র উপজেলা কমিউনিটি ই সেন্টার। কম্পিউটার ট্রেনিং প্রদানের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ২০১৫ সালে এই প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়। দক্ষিণ চট্টগ্রামে আমরাই প্রথম কম্পিউটার প্রোগ্রামার তৈরীর কোর্স চালু করেছি। এই পর্যন্ত আমরা ১ হাজারের অধিক ছাত্র/ছাত্রীকে কম্পিউটারের বিভিন্ন কোর্স এর উপরে ট্রেনিং প্রদান করতে সক্ষম হয়েছি।


পরিসংখ্যান

এক নজরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান

20

শিক্ষক

12

কোর্স

20

কম্পিউটার

20

শিক্ষার্থী

Website Design & Developed by CNS